• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

জেলা ছাত্রলীগের কমিটির আরেক কাটা সুলেমান

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

স্টাফ রিপোর্টার :::::: কেউই জানেন না কি আছে জেলা ছাত্রলীগের এ কমিটির ভাগ্যে। এমনকি এ নিয়ে মন্তব্য করতে নারাজ কেন্দ্রীয় নেতারাও। প্রায় পাঁচ মাস ধরে স্থগিত রয়েছে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি। এ অবস্থায় কমিটির বিলুপ্তি কিংবা বহাল নিয়ে প্রতিনিয়তই শোনা যাচ্ছে নানা গুঞ্জন।
তবে সম্প্রতি ছাত্রলীগের বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, শোকের মাস আগস্ট শেষ হলেই দলীয় কার্যক্রমে গতিশীলতা আনতে সারাদেশের বিভিন্ন ইউনিটের কমিটি নিয়ে কাজ শুরু করবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। যার প্রথম ধাপেই সিদ্ধান্ত আসতে পারে সিলেট জেলা ছাত্রলীগের কমিটির ব্যপারে। বিতর্কিত বেশকয়েকজন নেতাকে বহিষ্কার করায় জেলা ছাত্রলীগের এই কমিটিই বহাল থাকার কথাবার্তা কেন্দ্রে চলছিল।
সূত্র আরো জানায়, কমিটি বহাল থাকার গ্রীণ সিগন্যাল পেয়েই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনুষ্ঠানে নিজস্ব ব্যনার নিয়ে যোগ দিয়েছিলেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। কিন্তু গত বুধবার জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির সামনে এক ব্যাবসায়ী খুনের ঘটনায় ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার হন জেলা ছাত্রলীগের স্থগিত এ কমিটির সহ সভাপতি মো. সুলেমান হোসেন চৌধুরী। এ ঘটনায় আবারো বিতর্ক উঠেছে স্থগিত থাকা এ কমিটি নিয়ে।
এঘটনার পর জেলা ছাত্রলীগের কমিটির আরেক কাটা হয়ে বসেছে বলে জানিয়েছে ঐ সুত্র। একের পর এক অঘটনের জন্ম দিয়ে যাওয়া জেলা ছাত্রলীগের বিতর্কিত এ কমিটিকে এবার স্থায়ীভাবে লাল সিগন্যাল দেখতে হতে পারে বলেও জানা যায়।