• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলাম ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব নিলেন চেয়ারম্যান ইকরাম

প্রকাশিত আগস্ট ৩, ২০১৫

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব গ্রহণ করলেন ইকরাম হোসেন বখত । বুধবার দুপুর দুইটায় সিলাম ইউনিয়ন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দ্বায়িত্ববার গ্রহণ করা হয় । দ্বায়িত্ববার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার সাহেদ মোস্তফা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম , মোগলাবাজার থানার ওসি খাইরুল ফজল , সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলাম ইউপির বিশিষ্ট মুরব্বি আ: মতিন , হাজী সাজ্জাদ মিয়া কাপ্তান , সিরাজু ইসলাম বাবুল , সিলেট জেলা যুবদল নেতা আবু সাইদ জুবেরি ছাদ, জাতীয় পার্টি নেতা আহসান হাবিব মঈন , যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা ওবায়দুল হক রাজা আবেদ রাজা , যুবলীগ নেতা ফারুক আহমদ,সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, সিলাম ইউপি মুরব্বি সফিকুল হক,আশরাফ আলী , মাস্টার শাহিনুর কবির , সাবেক ছাত্রলীগ নেতা অরুন দেবনাথ সাগর ,জুনা চৌধূরী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ’র যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেন মুসা, সিলাম ইউনিয়ন যুবলীগ নেতা নেছার আলী , গোল্ডেন ফিউচার একাডেমির পরিচালক রুহেল খন্দকার , আ: শহিদ সারো, সারওয়ার হোসেন ,সালেহ আহমদ , মনিরুল ইসলাম তুরণ , আল মামুন , প্রবাসি ছাত্রদল নেতা জুনেদ আহমদ, সাব্বির আহমদ সহ সিলাম ইউপির ৯ ওর্য়াডের সাবেক ও বর্তমান মেম্বাররা উপস্থিত সহ সিলাম ইউনিয়নের গণ্য মাণ্য ব্যাক্তিবর্গ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান ইকরাম হোসেন’র কাছে ইউনিয়নের দ্বায়িত্ববার প্রদান করেন। দ্বায়িত্ববার গ্রহণ করে নবনিযুক্ত চেয়ারম্যান তার বক্তব্যে কান্না জরিত কন্ঠে বলেন ,আমি নির্বাচনে জয়লাভ করার পর আমার মা সহ দুই চাচাকে হারিয়েছি । তাই আমি ইউনিয়নবাসী সবাইকে আমার পরিবার পরিজন ও আপনজন মনে করি। বর্তমানে সিলাম ইউনিয়নের সবাই আমার অভিভাবক। তাই আমি সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নবাসিকে সাথে নিয়ে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করতে চাই । ইউনিয়নবাসির পরামর্শ নিয়ে আমি সামনে এগুতে চাই । সর্বোপরি আমি ইউনিয়বাসির সুখে দুখে ও আনন্দ -বেদনা , বিজয় উল্লাসে পাশে থাকতে চাই । অনুষ্টান পরিচালনা করেন ৩ নং ওর্য়াডের সাবেক মেম্বার মুজিবুর রহমান মুজিব ।