• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বাড়ি ভাড়ায় ব্যাচেলর বিড়ম্বনা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৬

emran-ahmedবাড়ি ভাড়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ব্যাচেলররা। ছাত্র, চাকরিজীবীদের ব্যাচেলর মেসে বাড়িওয়ালার নোটিশ যাচ্ছে প্রতিদিন। শর্ট নোটিশে শিগগিরই বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন বাড়িওয়ালা। এতে সিলেটে বাড়িওয়ালা-ব্যাচেলরদের মধ্যে বেশ অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে। কোথাও কোথাও হচ্ছে বাক-বিতন্ডাও। গত মাসে দেশে পরপর বড় ধরনের দুটি জঙ্গি হামলার ঘটনায় দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সিলেটেও এর প্রভাব পড়েছে। একদিকে পুলিশী হয়রানির ভয়ে বাড়িওয়ালারা ব্যাচেলরদের ভাড়া দিতে চাচ্ছেন না, অন্যদিকে আবাসন সংকটে ভোগান্তিতে পড়েছেন ব্যাচেলররা। এমনকি অনেক ব্যাচলরকেই বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন বাড়িওয়ালারা। বিশেষ করে ব্যাচেলর মেয়েরা পড়েছেন বেশি বিড়ম্বনায়। নানান প্রশ্ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন তারা। ঢাকার কল্যাণপুরে গত ২৫ জুলাই রাতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ২৬ জুলাই ভোরে সেখানে অভিযান চালানোর পর সশস্ত্র ৯ জঙ্গি নিহত ও একজন আহত অবস্থায় আটক হয়। কল্যাণপুরের এ বাড়িটি মেস হিসেবে ভাড়া দেওয়া ছিল। জঙ্গিরা পঞ্চম তলা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছে। আর বাড়িওয়ালাও তাদের কোনো তথ্য সংরক্ষণ করে স্থানীয় থানায় জমা দেন নি। এ অপরাধে বাড়িওয়ালার স্ত্রীকে পুলিশ আটক করেছে। এসব ঘটনায় বাড়িওয়ালাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিলেট শহরের অনেক বাড়িওয়ালাই বেশি ভাড়া পাওয়ার আশায় মেস করে ব্যাচেলরদের ভাড়া দেন। আর মেসে কে এলো কে গেল সেসবের কোনো খোঁজ রাখার তাগিদ তারা বোধ করেন না। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তনে অনেক বাড়িওয়ালা এরই মধ্যে মেস বন্ধ করে দেয়ার নোটিশ জারি করেছেন। এতে করে মেসে থাকা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হতে কোচিং করতে আসা শিক্ষার্থীসহ চাকুরিজীবী ব্যাচেলররা পড়েছেন বেশি বিপাকে। নতুন মেসের ব্যবস্থা না হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছে বাড়িতে। মনি আক্তার নামক এক শিক্ষার্থী বলেন, মেডিকেলে ভর্তির কোচিং করতে শহরে আসি। কিন্তু মেয়েদের জন্য মেস না পেয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছি। তবে থাকার জায়গা না পেয়ে আমার বেশ কয়েকজন সহপাঠি বাড়িতে ফিরে গেছে। কয়েকজন বাড়িওয়ালাদের সাথে আলাপকালে তারা জানান, প্রত্যেক ভাড়াটিয়ার সঠিক তথ্য সংগ্রহ করা কষ্টসাধ্য ও ঝামেলার ব্যাপার। তাছাড়া দেশের পরিস্থিতি ভালো না। তাই ঝামেলা এড়াতে ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেয়ার সিদ্ধান্ত তাদের।