• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আগ্নেয়গিরির হাসিতে অবাক বিশ্ব! (ভিডিও)

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হারিয়ে গেছে কত নগর, সভ্যতা। ভয়ঙ্কর এ প্রাকৃতিক শক্তিকে মানুষ আজও বশে আনতে পারেনি। তবে ভয়ঙ্কর বলে এড়িয়েও যায়নি। কেবল ভয়াবহতাই নয় এবার আগ্নেয়গিরি তার হাসি মুখ দেখিয়ে স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বকে। হাওয়াই দ্বীপপুঞ্জে এক আগ্নেয়গিরিতে এরকম দৃশ্য দেখা গেছে। দুঃসাহসী কিছু মানুষ হেলিকপ্টারে করে সেই দৃশ্য ধারণ করেছেন। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, হঠাৎ করে ফুটন্ত লাভার মধ্যে রক্তবর্ণ দুটি চোখ ও একটি হাসি মুখের আকার ভেসে উঠেছে। যা দেখতে অবিকল একটি হাসি মুখের ইমোর মতো।
১৯৮৩ সালে প্রথম এ আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ হয়। তারপর থেকে আর থামেনি অগ্ন্যুৎপাত। ৩ বছরের মধ্যে ওই আগ্নেয়গিরি লাভা প্যান প্যাসিফিক সাগরে গিয়ে পড়ে। ধীরে ধীরে আগ্নেয়গিরিটি সমুদ্রের দিকে সরে যাচ্ছে। জীবন্ত হওয়ার পরথেকে এ সময়ের মধ্যে সমুদ্রের দিকে ৬ মাইল সরে গেছে। তবে আগ্নেয়গিরিটির নাম জানা সম্ভব হয়নি।
পাঠকদের জন্য আগ্নেয়গিরির হাসি মুখের সেই ভিডিওটি দেওয়া হলো-