• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্ণাঙ্গ রায় প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: গাজীপুরের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর)  ১৮২ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ১৫ জুন ওই মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ আসামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন হাইকোর্ট। ৯ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ আসামীকে আদালত খালাস দেন। রায়ে হাইকোর্ট ওই হত্যাকাণ্ডকে গণহত্যার মতো অপরাধ বলে মন্তব্য করেন। এরপর খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ জুলাই আপিল বিভাগ ১১ আসামীকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন। খালাসের ওই রায়ে অসন্তোষ প্রকাশ করেন আহসানউল্লাহ মাস্টারের পরিবার ও এলাকাবাসী। আলোচিত আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিলসহ বিভিন্ন আবেদনের শুনানি চলতি বছরের ১৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ৮ জুন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। পরে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৫ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ ২২ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে মারা গেছে ছোট রতন ও আল আমিন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয় রাকিব উদ্দিন সরকারসহ ৬ আসামীকে। খালাস দেওয়া হয় দুজনকে। রায়ের বিরুদ্ধে আপিল, জেল আপিল ও ফৌজদারী বিবিধ আবেদন করেন আসামীরা। ওই সময়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২ জন এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের মধ্যে ৫ জন আটক ছিল। প্রথম থেকে পলাতক আছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৮ আসামী।