• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গ্রেপ্তার..

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় রুপসী বাংলা বাস পুড়ানো মামলার চার্জশীটভূক্ত আসামী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের কর্মপরিষদের সদস্য এমাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।   শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন ও এএসআই রুবেল আহমদের নেতৃত্বে পুলিশ পৌর শহরের মহুবন্দ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত বছরের (১২ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১০০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন। পুলিশ এ মামলায় আদালতে চার্জশীট দাখিল করে। এই মামলায় এমাদুল ইসলাম চার্জশীটভূক্ত আসামী। গাড়ি পোড়ানো মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর পরই জামায়াত নেতা এমাদুল ইসলামকে পুলিশ আদালতে প্রেরণ করে।  বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান রাত সাড়ে ৭টায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাড়ি পোড়ানো মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল।’