• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাছ আমাদের অর্থনৈতিকভাবে সাবলম্বি করে তোলে : সৈয়দা জেবুন্নেছা হক

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, সাবেক এমপি ও শাহ খুররম ডিগ্রী কলেজ গভর্ণিংবডির সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীবন ধারনে সহায়তা করে থাকে। এছাড়াও গাছ আমাদের অর্থনৈতিকভাবে সাবলম্বি করে তোলে। গাছকে আমরা আসবপত্র তৈরী থেকে শুরু করে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার করে থাকি। তাই জীব-বৈচিত্র রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। আমাদেরকে বৃক্ষ নিধন বন্ধ ও মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় জনগণকে অধিকতর সচেতন আহবান জানান।  তিনি বৃহস্পতিবার সকালে অঙ্গীকার জনকল্যাণ সংস্থার উদ্যোগে সিলেট সদর উপজেলার কুমারগাঁওস্থ শাহ খুররম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  বৃক্ষরোপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, শমসের জামাল, কলেজ স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মোঃ আফজাল হোসেন, কলেজের সহযোগী অধ্যাপক জহুর লাল দে, সহকারী অধ্যাপক আব্দুস শহীদ, প্রভাষক রনদ্বিপ চৌধুরী ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি