• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈদের জামাত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: মঙ্গলবার দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল-আযহা। সকালে ঈদের নামাজের মাধ্যমে শুরু হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ এই উৎসব। ঈদের জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে নগরীর ঈদগাহগুলোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চুড়ান্ত করা হয়েছে জামাতের সময়সূচী।
শাহী ঈদগাহ : সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) : দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আছজদ আহমদ।
সিলেট কালেক্টরেট জামে মসজিদ : সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
কাজিরবাজার মাদরাসা : নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
শেখ ছানা উল্লাহ জামে মসজিদ : নগরীর শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন।
নবাবী জামে মসজিদ : নগরীর কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট এ ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠ পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আতাউল হক জালালাবাদী।
পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পশ্চিম পীর মহল্লা জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। যদি ঈদের দিন সকালে বৃষ্টি হয় তাহলে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।