• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৬

ওসমানীনগর প্রতিনিধি ::: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাসী বাসের সাথে কলা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বাস যাত্রী আশরাফুননেছা (৪০), আব্দুল কাদির (৬০), সোনিয়া (৮), হৃদয় (১৫), কামাল উদ্দিন (৩৬), মাসুম আহমদ (১৯) সহ অজ্ঞাতনামা আরো ১৪ জন। গুরুতর আহত ৬জনকে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি মহাসড়কের উপরে পড়ে থাকায় সকাল সাড়ে সাতটা থেকে ১০টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী (পটুয়াখালী-ব -১১-০০০৭) বাসটি ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন নামক স্থানে আসলে বিপরীত দিকে থেকে আসা কলা বোঝাই (চট্র মেট্রো-ব-১১-২৪৭৭) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ১০টার পর সিলেট থেকে রেকার এনে মহাসড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তাজপুর ফায়ার ব্রিগেডের টিম লিডার মজনু মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।