• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই পরপারে….

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৬

 মৌলভীবাজার প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনই মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা। এর মধ্যে বর ও তার দুই সহোদর রয়েছেন। রয়েছেন অনেক আত্মীয়-স্বজন। নিহতরা হলেন-রুপশপুর গ্রামের বাসিন্দা বর আবু সুফিয়ান (২৫), তাঁর মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২)। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, বরসহ পরিবারের সদস্যদের মৃতু্যর খবরে বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে বইছে কান্নার রোল। কমলগঞ্জে বরের রুপশপুর গ্রামের বাড়িতে এখন মাতম চলছে।  স্বজনরা রয়েছেন লাশের অপেক্ষায়।
জানা গেছে, আবু সুফিয়ানরা তিন ভাই। তিনজনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ওই গাড়ির আরোহী শমসেরনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আলী জানান, তারা আবু সুফিয়ানের জন‌্য পাত্রী দেখতে ঢাকার নাখালপাড়ায় যাচ্ছিলেন।
নিহত হাজি আবদুল হান্নানের স্বজন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আবদুল আহমদ মিনার বলেন, আমাদের বাড়িতে শুধু কান্না ছাড়া আর কিছু নেই। আমরা লাশের অপক্ষোয় আছি। লাশ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।