• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৬

স্টাফ রিপোর্টার:
সিলেট কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দির উদ্দেশ্যে গাঁজা ছোঁড়ার অভিযোগে এক  যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাসারচর উত্তরহাটি গ্রামের গোলাম মোস্তফার পুত্র। কারাগার সূত্র জানায়, দুপুরের দিকে জেল রোড দিয়ে চলন্ত রিকশা থেকে কারাগারের দেয়ালের অভ্যন্তরে গাঁজার প্যাকেট ছুঁড়ছিল আল আমিন। বিষয়টি কারারক্ষীদের নজরে আসলে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়া হয়। পরে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে, কার উদ্দেশ্যে গাঁজার প্যাকেট ছোঁড়ার হচ্ছিল তা খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।