• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শাবিতে শিক্ষার্থীকে অপহরণের ঘটনা : মামলা দায়ের : ভাই-বোন কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৬

স্টাফ রিপোর্টার :
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে আটক কথিত প্রেমিক কাওসার ও তার বোন ফাহমিদাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। শনিবার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার দুপুরে কাওসার শাবির এক ছাত্রীকে জোরপূর্বক রিক্সায় তুলে তাকে মারধর ও অপহরণের চেষ্টা চালায়। আক্রান্ত ছাত্রীর চিৎকারে শিক্ষকরা এগিয়ে গেলে ওই যুবক পালানোর চেষ্টা করে। পরে তাকে ও তার বোনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতেই নির্যাতিত ছাত্রী বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কাওসার ছাড়াও সহযোগী হিসেবে তার বোন ফাহমিদাকেও আটক দেখানো হয়। আটক কাওসারের বাড়ি হবিগঞ্জ শহরের গ্যাস অফিস এলাকায়। সে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেও জানিয়েছে।