• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৬

১ম বীর মুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও  পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নজমূল হোসেন ইয়াহিয়া’র সভাপতিত্বে ও নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবী হাজী মিলাদ আহমদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানুষিক বিকাশে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত প্রয়োজন। তাই সর্বস্তরের মানুষকে খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। তৃণমূল থেকে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে অন্তজাতিক পর্যায়ে স্থান পেতে হলে সবাইকে গুরুত্ব সহকারে খেলাধুলার চর্চা ধারণ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌড়া ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী জুমা আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভপতি লোকমান আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি মঈনুল ইসলাম রিপন, সহ সভাপতি আবু হানিফ, জুনায়েদ আহমদ, রাসেল আহমদ, ভিপি দেব শুভ, সিলেট উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, জেবুল আহমদ, সায়েম আহমদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, শাওয়াল হোসেন সাগর, তৌফায়েল আহমেদ মাহি, জাহাঙ্গীর আলম, তুহেল আহমদ, মাজেদ  আহমদ, আজাদ মিয়া, রহি, তমাল প্রমুখ। খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন সেভেন ভয়েজ নয়াসড়ক বনাম কাজল শাহ ফুটবল টিম। কাজল শাহ টিম ৪-১ গোলে সেভেন ভয়েজ নয়াসড়কে পরাজিত করে। বিজ্ঞপ্তি