• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ভোগান্তির আরেক নাম আলমপুর,মালিপুর ও গঙ্গারাম চকের সড়ক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৬

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার ব্যস্ততম বিসিক শিল্পনগরী খ্যাত গোটাটিকর সংলগ্ন আলমপুর,মালিপুর ও গঙ্গারাম চকের সড়ক যেনো চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ৮শ পরিবারের সাধারণ মানুষ ছাড়া ও দেশের দুর দুরান্ত থেকে লোকজন এ পথে যাতায়াত করে থাকেন। অভিবাবকহীন এ সড়কের অবস্থা দেখে হিমশিম খেতে হয়।  রাস্তার কোনো কোনো স্থানে বিরাট আকারের গর্ত থাকায় প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হুমকির মুখে রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে আলমপুর,মালিপুর ও গঙ্গারাম চকের সড়কটি। বছর যায় বছর আসে, কিন্তু এ সড়কের ভাগ্যে জুঠেনি উন্নয়নের হাতছানি, স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, জনপ্রতিনিধিরা বিগত দিনে নিজেদের আখের গোছাতে ছিলেন ব্যস্ত। কেউই আলমপুর,মালিপুর ও গঙ্গারাম চকের সড়কের উন্নয়নে এগিয়ে আসেননি। সর্বশেষ আলমপুর এলাকার বাসিন্দা তরুন সমাজেসেবী,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক ও সিলেট জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী নিজামুল হক লিটন এগিয়ে এসে নিজ উদ্যোগে এলাকার যুব-সমাজকে সাথে নিয়ে ভাঙা রাস্তায় ইটের সুড়কি ফেলে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। এ ব্যাপারে সাংবাদিক নিজামুল হক লিটন জানান,নেতা হতে নয়,নিজ এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে নিজের বিবেকের তাড়নায় তিনি এ উদ্যোগ গ্রহন করেন।