• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সাংবাদিক ইমরানের চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৬

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক জালালাবাদ এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরানের চাচা দাউদপুর ইউনিয়নের পানিগাঁও নিবাসী ও রাখালগঞ্জ বাজার জামে মসজিদের সাবেক ইমাম ক্বারী আফতাব উদ্দিন গত ১৬ অক্টোবর রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি …….. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১০ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাযে জানাজা রাখালগঞ্জ ডি কিউ ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হযরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরানের চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরো শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ নাসিরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি মোঃ আজমল খান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, মেম্বার কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, দেলওয়ার আহমদ। বিজ্ঞপ্তি