• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উপজেলার স্বতন্ত্র বৈশিষ্ট হারাবে জেলা পরিষদের নতুন সীমারেখা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলাকে ২ ওয়ার্ডের অন্তর্ভূক্ত করায় আপত্তি জানিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী। তারা সিলেটের জেলা প্রশাসকের কাছে আপত্তি জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর উপজেলার জনপ্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন। পরে বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে মানববন্ধন করেন তারা।  স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে সিলেটের স্বতন্ত্র বৈশিষ্টমন্ডিত জৈন্তাপুর উপজেলার দরবস্ত, ফতেপুর, চিকনাগুল ও জৈন্তাপুর উপজেলা পরিষদকে ৪ নং ওয়ার্ড ও নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা ইউনিয়নকে কানাইঘাট উপজেলার ৫ ইউনিয়নের সাথে সংযুক্ত করে ১৫ নং ওয়ার্ড গঠন করা হয়েছে। ভৌগলিক ও ঐতিহাসিক দিক দিয়ে স্বাতন্ত্র বৈশিষ্টমন্ডিত উপজেলা জৈন্তাপুর। সিলেটের অধিকাংশ উপজেলায় একটি ওয়ার্ড করা হলেও জৈন্তাপুর উপজেলাকে দ্বিখন্ডিত করে অন্য উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। এতে জৈন্তাপুর উপজেলা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না। যা জৈন্তাপুরের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াবে।  স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগে জৈন্তাপুর উপজেলাকে স্বতন্ত্র ওয়ার্ড গঠন করা উচিত। আবেদনে তারা পরামর্শ দিয়ে বলেন, জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে যদি ওয়ার্ড সীমা ছোট হয়, তবে পার্শ্ববর্তী গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নকে সংযুক্ত করে স্বতন্ত্র ওয়ার্ড গঠন করা যেতে পারে।  স্মারকলিপি প্রদান ও মানববন্ধনকালে চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের সভাপতিত্বে ও সংগঠক আলতাফ হোসেন বিলালের পরিচালনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী, জৈন্তপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, জেসিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, আলী আসগর সেলিম, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি কবির আহমদ, প্রিন্সিপাল রোহিনী রঞ্জন দে, লাল মোহন দে, এডভোকেট আলতাফ, মুজিবুর রহমান ডালিম, আবুল কালাম আজাদ, সুলতান করিম, হেলাল উদ্দিন, জমসেদ আলী, আবুল কাশেম মারুফ, জালাল উদ্দিন মেম্বার, ফয়জুল হক, হাজির আলী, নুরুল আমিন, জামাল উদ্দিন, মামুন রশীদ, মলিন মেম্বার, সুনিল নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি