• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৬

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে গণমাধ্যমসহ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার পরীক্ষার্থীসহ উপজেলাধীন পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক চরম দূর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন ধরে। গণমাধ্যম কর্মীরা চলতি খবরাখবর যথাসময়ে প্রেরণ করতে পারছেন না। যথারীতি প্রতিদিনই ৪-৫ ঘন্টা বিদ্যুতবিহীন ছাড়াও গত ক’দিন ধরে সকাল থেকে টানা ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুত না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয় ভূক্তভোগি জনগোষ্ঠীকে। এমনকি প্রায়ই বিদ্যুতহীনভাবে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে হচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ০১৭৬৯৪০১৮৫৪ নং মুঠোফোনে যোগাযোগ করা হলে মকবুল হোসেন জানান, বিদ্যুতের লাইনের উপরে থাকা ডালপালা ছাঁটাই করতে আরও মাসাধিক সময় লাগতে পারে। তবে এজন্য সব জায়গায় একসাথে বিদ্যুত বন্ধ থাকবেনা। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগিরা।