• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথে বাঁশের সাঁকোর ওপর মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

বিশ্বনাথ সংবাদদাতা
বিশ্বনাথ-ছালিয়া-টুকেরবাজার সড়কের ‘কয়বরখালী নদীর ওপর সেতু’ না থাকায় ১৯ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন কষ্টে চলাফেরা করছেন। নদীর ওপর সেতু নিমার্ণের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে জানিয়ে আসলেও কেউ আমলে নিচ্ছেন না। ফলে দিন দিন ওই এলাকার হাজার হাজার মানুষ ও স্কুল, মাদরাসাগামী শিক্ষার্থীরা মারাত্বকভাবে কষ্ট করছেন। বিশ্বনাথ-ছালিয়া-টুকেরবাজার সড়কের পাশে রয়েছে লামাটুকেরবাজার উচ্চ বিদ্যালয়, গড়গড়ীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া মোহাম্মদীয়া আলীয়া মাদ্রাসা, হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয় ও দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়, এছাড়া ছালিয়া, গড়গড়ি, সুতারখালি, হালগরা, ইসলামপুর, দিলালপুর, চৈতননগর, জুগননগর, নইরমপুর, কচুরকান্দি, চরচন্ডি, লহরী নোয়াগাঁও, ঘাঘটিয়া, টিল্লাপাড়া, জেলেপাড়া, মাছুখালি, নোয়াগাঁও, কামারগাঁও, তালুপাট, বর্ণী গ্রামের লোকজন কয়বরখালী নদীর উপর দিয়ে চলাফেরা সীমাহীন কষ্ট করে চলে আসছেন সারা বছর।  শুক্রবার বিকেলে ‘কয়বরখালী নদীর ওপর সেতু নির্মাণের’ দাবিতে বাশেঁর সাঁকোর ওপর মানববন্ধন করেছেন এলাকাবাসী। আশিক আলীর সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন কুতুবউদ্দিন, সেবুল মিয়া, দিলাল হোসেন, বিলাল মিয়া, ইকবাল মিয়া, খালিক মিয়া, মকদ্দুছ আলী, মানিক মিয়া, তাজউল্লা, সবর আলী, আজমান আলী, জমির আলী, মজিদুল ইসলাম, আমিনুল ইসলাম, এনামুল ইসলাম, শিপন মিয়া, জমসেদ আলী, মাসুক মিয়া, জালাল মিয়া, রিনু, আলী আহমদ প্রমুখ।