• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীর নাইওরপুলে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই : ১৫ লাখ টাকার ক্ষতি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর নাইওরপুলে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেছে তিনটি দোকান। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রায় একঘন্টা পর দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় দেব এন্টারপ্রাইজ, বর্ষা লাইটিং নামের দুটি প্রতিষ্ঠান ও আগুন লাগা মার্কেটর অফিস। আগুনে ভস্মিভূত দেব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সন্দ্বিপ দেব বলেন, আগুনে আমার দোকানের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশুর ব্যবহার্য বিভিন্ন সামগ্রীর তাঁর ডিলারশীপ ছিলো বলে জানান স্বন্দীপ। পুড়ে যাওয়া তিনটি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ও কতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।