• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।  সোমবার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে তাদের সাক্ষ্য নেয়া হয়। তারা হচ্ছেন কাজল মিয়া ও মিজান। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আদালতে তাদের সাক্ষ্য রেকর্ড করা হয়। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং আসামীপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারি নোমান। আদালত সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের তাজেল মিয়া (৯), তার চাচাতো ভাই মনির মিয়া (৫), জাকারিয়া আহমেদ শুভ (৬) ও ইসমাইল হোসেন (১১)। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে তৎকালিন ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এর মাঝে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, ভাতিজা সাহেদ ও হাবিবুর রহমান আরজু কারাগারে আটক আছেন। তাদের মাঝে আব্দুল আলী বাগাল ছাড়া বাকি ৪ জন হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উক্ত মামলায় পলাতক আছেন উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।