• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে জীবদ্দশায় ভালো কাজ করে যেতে হবে : ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৬

হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে জীবদ্দশায় ভালো কাজ করে যেতে হবে। মসজিদ, মাদরাসার সাথে যাদের সম্পর্ক থাকে তারা পরকালে মুক্তি লাভ করবেন। মরহুম ময়নুল হক ছিলেন কুরআনের একজন খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলামের খেদমতে কাজ করে গেছেন। মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী গত সোমবার দক্ষিণ সুরমার জালালপুর হাফিজিয়া মাদরাসায় মরহুম ময়নুল হক স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. চুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ ফয়সল আহমদের পরিচালনায় আয়োজিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন বিয়ানীবাজারী, জালালপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ জ.উ.ম আব্দুল মুনইম, জালালপুর কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন ও জালালপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মো. সাজিদুর রহমান, বাবুল মিয়া, খলিলুর রহমান, শহিদুর রহমান শাহীন, বদরুল ইসলাম জয়দু, জহিরুল হক শিকদার, সহকারী অধ্যাপক কামরুল হক, সাংবাদিক খালেদ আহমদ, সাবেক মেম্বার শাহ আব্দুল মোমিন গেদা ও বশির মিয়া, সহকারী শিক্ষক ইব্রাহিম আলী, মজমিল আলী প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক কবি আখলাকুল আম্বিয়া বাতিন। বিজ্ঞপ্তি