• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রীকে উত্যক্তের দায়ে শিক্ষকের কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৬

জামালগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলহাজ ঝুনু মিয়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের দায়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মোস্তফা রকিব ভূইয়া (২৭)। তিনি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মহেষপুর গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা রকিব ভূইয়া। উত্যক্তের শিকার ছাত্রীটি  সোমবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা আহমদ পলির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানার পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে মোস্তফা রকিব ভুইয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে রকিব নিজের দোষ স্বীকার করলে বিচারক তসলিমা আহমদ পলি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।