• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৬

গোলাপগঞ্জ উপজেলার আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  উপজেলার ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিন  বুধবার হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মফিজ উদ্দিন ভুইয়া, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন, দক্ষিণ সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরু মিয়া, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সেক্রেটারী ও গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, এম আব্দুল জলিল, হারিছ আলী, সমাজসেবী আক্তার হোসেন, তরুণ সমাজসেবী রুমেল সিরাজ, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জামাল আহমদ, মুজিবুর রহমান, খালেদ আহমদ, শাহনুর আহমদ, রায়হান আহমদ, কালাম আহমদ, ফয়ছল আহমদ।
এদিকে পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, দলিল লেখক কয়ছর আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাম দস্তগীর খান ছামিন, ঢাকাদক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য হোসাইন আহমদ, আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আমান উদ্দিন, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সদস্য জাহেদ আহমদ, শিক্ষানুরাগী আজির উদ্দিন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে এসএমসির সদস্য সাইফুল ইসলাম, জামাল আহমদ দৌলা প্রমূখ।
পরীক্ষা শেষে পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালনা কমিটি, দু’দিনব্যাপী পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনোয়ার আলমগীরের সভাপতিত্বে সভায় পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর ঈমানী, কেন্দ্র প্রধান আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা খানম, মাশা মডেল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার মাছুম, মেধাবৃত্তি পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হুমায়ূন, সাংবাদিক ইমরান আহমদ, আহবাব হোসেন, মিটু কান্তি দেব, কক্ষ পরিদর্শক জাবেদ আহমদ, শাহরিয়ার হোসেন, অলিদুর রহমান জাবেদ, নাছিমুল হক নাছিম, কাজী রাব্বি, লোপা বেগম, জুয়েল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবছরই প্রথম এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার ৩৮টি সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে এবং জানুয়ারী মাসে অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরস্কার বিতরণ করা হবে বলে ট্রাস্টের সভাপতি আনোয়ার আলমগীর জানিয়েছেন। বিজ্ঞপ্তি