• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জেএসসি : ইংরেজী প্রথম পত্রে অনুপস্থিত ২৬০৮ জন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৬

স্টাফ রিপোর্টার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়  বৃহস্পতিবার  ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। গতকাল সিলেটে অনুপস্থিত ছিলো ২হাজার ৬শ’৮ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১লাখ ৩২হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ইংরেজি প্রথম পত্র বিষয়ে পরীক্ষার্থীর ১ লাখ ২৯ হাজার ২৪৪ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী।
এবার সিলেট বোর্ডের অধিনে ১হাজার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।