• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজারে জাতীয়পার্টির গণতন্ত্র দিবস পালিত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৬

দোয়ারাবাজার  প্রতিনিধি :::: জাতীয়পার্টির কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার বিকালে উপজেলা জাপা’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক ইউপি সদস্য নুরুল হক দোয়ারাবাজার উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী,  জাপা নেতা ডাঃ জামিলুল হক, উপজেলা জাপা’র অর্থ সম্পাদক মজিবুর রহমান, এখলাছুর রহমান, জয়নাল আবেদীন, সাংবাদিক আলাউদ্দিন, যুব সংহতি নেতা জামাল উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি আশিস রহমান, জাহিদ হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ৮৬ সালের এই দিনে জাতীয় সংসদে দেশের রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশে সামরিক শাসনের চির অবসান ঘটিয়েছিলেন। সে সময় পল্লীবন্ধু বলেছিলেন দেশের জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভিত আজ রচিত হলো। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের নামে পরিবার তন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি চলছে। সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমুল পর্যায়ে জাতীয়পার্টিকে শক্তিশালী করতে হবে। এসময় বক্তারা পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের উপর থেকে সকল প্রকার মামলা প্রত্যাহারের দাবি জানান।