• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছুরিকাহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৬

 সিলেট সুরমা ডেস্ক :::::সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটায় ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ইফফান (২৪) ওই ইউনিভার্সিটির বিবিএ উত্তীর্ণ শিক্ষার্থী এবং ঘটনার সময় তিনি সার্টিফিকেট তুলতে এসে হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ইউনিভার্সিটির গণসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।  ছাত্র আহতের ঘটনায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা রাজনৈতিক কোন্দল থেকে হামলার ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সাগর গ্রুপের কতিপয় সদস্য ওই ছাত্রকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।  গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার গলায়, কানে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালে অস্ত্রের আঘাত রয়েছে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।  শেষ খবর পাওয়া পর্যন্ত তার শরীরে অস্ত্রপচার চলছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, খবর পেয়ে  পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে এসেছেন।  ওই ছাত্রের অবস্থা খুবই গুরুতর। তিনি বলেন, গ্রুপ বদলের কোন্দলে হামলার শিকার হয়েছেন ইফফান। তবে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।