• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সাংবাদিক টিপু সুলতান স্মরণে দিরাই প্রেসক্লাবের শোকসভা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৬

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে প্রেসক্লাব সভাপতি, দৈনিক সমকাল ও সবুজ সিলেট পত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি ও প্রয়াত টিপু সুলতান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গণমিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও আবু হানিফ চৌধুরীর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আলতাব উদ্দিন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের প্রিন্সিপাল মিহির রঞ্জন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, দৈনিক যুগান্তর পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, মানবকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে, সবুজ সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার কাউসার আহমদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল হেলাল, সিলেটবাণীর খালেদ আহমদ, বিশিষ্ট লেখক বদরুল আলম, শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক জিয়াউর রহমান লিটন, সোয়েব হাসান, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ইমরান হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নূরউদ্দিন আহমদ, দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাছন আলী, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের একমাত্র পুত্র নূর জালাল, দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুয়েল চৌধুরী, কবি নজরুল ইসলাম রানা, আনিুসর রহমান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ি সেলিম আহমেদ মিঠু, শাহজাহান মাহমুদ হেলাল, আবুল হোসেন, প্রশান্ত কুমার দাস, প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ছেলে রবিউল ইসলাম, রজব উল ইসলাম, রাফিউল ইসলাম, শাফিউল ইসলাম প্রমুখ।