• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট বার হলের নতুন ভবন উদ্বোধন , ব্যয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৭

স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার হল-৫ এর নতুন ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আদালত প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি একেএম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, সিলেটের আইনজীবী সমিতি শত বছরের পুরনো একটি সমিতি। বৃটিশ শাসনের সময়ে সিলেটকে আসামের সাথে যুক্ত করা হয়। তবে শর্ত ছিল, এখানকার শিক্ষা ব্যবস্থায় কলকাতার প্রাধান্য থাকবে তবে বিচার ব্যবস্থা চলবে বাংলার আইনে। অর্থাৎ, আসামের কোর্ট এখানে একদিনের জন্যও বসেনি। সমিতির যুগ্ম সম্পাদক মো. জোবায়ের বখত জুবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন ও সিলেট গণপূর্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। উল্লেখ্য, ২০১০ সালের ২২ এপ্রিল ৫ নং বারের এই পুরণো টিনশেড ভবনের উপর একটি বড় রেন্ট্রিগাছ ভেঙ্গে পড়লে পুরো ভবনটি বিধ্বস্ত হয়। তৎকালীন আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলমের নেতৃত্বে তখনকার কমিটি বার হলটি পুণঃনির্মাণের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সাথে যোগাযোগ করে পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেন। ২০১১ সালের ১৮ মে সরকারের অর্থায়নে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের প্রতি তলায় ৪ হাজার ৩শ ৭৭ বর্গফুট বিশিষ্ট ভবনের সর্বমোট পরিসর ২১ হাজার ৮শ’ ৮৩ দশমিক ৭২ বর্গফুট। এতে হলরুম, ৪৪টি এডভোকেটস চেম্বার, লিফট, বাথরুম, ইউরিনাল ও টয়লেট রয়েছে।