• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আফগানিস্তানে ২০১৬ সালে বেসামরিক হতাহতের ঘটনা সবচেয়ে বেশি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক ::: আফগানিস্তানে ২০১৬ সালে বেসামরিক প্রাণহানির ঘটনা রেকর্ড ছাড়িয়েছে। ওই বছর প্রায় ১১ হাজার ৫শ’ বেসামরিক লোক নিহত বা আহত হয়েছে। এদের এক-তৃতীয়াংশই শিশু। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সংস্থাটি জানায়, ন্যাটো বাহিনীর যুদ্ধ মিশন শেষ হওয়ার দুই বছর পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে বিশেষত জনবহুল এলাকাগুলোতে সংঘর্ষের কারণেই ‘মূলত বেসামরিক লোকেরা নিহত বা আহত হয়।’
আন্তর্জাতিক সংস্থাটি ২০০৯ সালে বেসামরিক নাগরিকের হতাহতের ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করে।  প্রতিবেদনটিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে তিন হাজার ৫শ’ শিশু রয়েছে। এক বছরে শিশু মৃত্যুর এই হার ২৪ শতাংশ বেড়েছে।
এটাই ৬৬ শতাংশ হতাহতের প্রধান কারণ, যার অধিকাংশই শিশু। ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) জানায়, গত বছর ১১ হাজার ৪১৮ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩ হাজার ৪৯৮ জন নিহত ও ৭ হাজার ৯২০ জন আহত হয়েছে। ২০১৫ সালের চেয়ে এই হার তিন শতাংশ বেশি।