• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে খাদিমুল কোরআনের তিন দিনব্যাপী তাফসীর শুরু

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৭

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, আল্লাহপাক সর্বত্র সব সময় বিরাজমান। তিনি একক অদ্বিতীয়। তার সমকক্ষ কেউ নন। এমনকি নবী-রাসুলগণও আল্লাহর সমকক্ষ নন। আমাদের নবী সকল নবীদের সরদার। আখেরী নবী হযরত মুহাম্মদ (সা) আল্লাহর প্রেরিত নবী। আল্লাহপাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মুমিন জান্নাতের অধিকারী হযে থকেন। তাই সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর হুকুমের সাথে নবীজীর তরিকা মতো চলতে হবে। নবীর আর্দশ অনুকরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনা।
তিনি শুক্রবার খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যাগে নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনে প্রথম দিনে এসব কথা বলেন। প্রথম দিনে সভাপতিত্ব করেন মাওলানা আবুল হাসান ফয়সাল। এই মহাসম্মেলন চলবে রবিবার পর্যন্ত। মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করবেন সদরে জমিয়ত খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী, মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরি, মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মুহিব্বুল হক্ব গাছবাড়ী, নাজিমে এদারা মাওলানা আবুল বাসিত বরকতপুরী। মহাসম্মেলনে তাফসীর পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জী, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান, মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি আবুল কালাম জাকারিয়া সুনামগঞ্জী, লেখক গবেষক মাওলানা উবায়দুর রাহমান খান নদভী ঢাকা, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।
উল্লেখ্য, আজ ও আগামীকাল বাদ এশা মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী তাফসির পেশ করবেন।- বিজ্ঞপ্তি