• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে দু’জনের কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৭

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন করার অপরাধে দু’ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান তাদের বিরুদ্ধে এ দন্ডাদেশ প্রদান করেন। সকালে ছাতক বন বিভাগের ফরেষ্টার সালাহ উদ্দিনের নেতৃত্বে ছাতক থানা পুলিশ হাদাটিলা সরকারী বনায়নে অভিযান চালিয়ে পাথর উত্তোলনের সরঞ্জামাদিসহ উপজেলার ইসলামপুর পান্ডব গ্রামের ইসকন্দর আলীর পুত্র আওলাদ আলী (৪৫) ও কুমারদানী গ্রামের রুহেল মিয়ার পুত্র রাসেল মিয়া(২২)কে আটক করেন। পরে দুপুরে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে আওলাদ আলীকে ৩০দিন ও রাসেল মিয়াকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান। এক ফরেষ্টার সালাহ উদ্দিনের এক অভিযোগের প্রেক্ষিতে প্রচলিত বন আইন ১৯২৭এর ২৬(্১)-ঘ ধারায় তাদের বিরুদ্ধে এ দন্ডাদেশ প্রদান করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় পাথর খেকো চক্র অবৈধভাবে সরকারী হাদাটিলা পাথর উত্তোলন করে বন বিভাগের সৃজিত বন বাগান ধ্বংস করে যাচ্ছে। নিষেধ-বাধা উপেক্ষা করে নিয়মিত পাথর উত্তোলন করছিল এ চক্র। অবশেষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লোহার শাবল, টুকরী, খুন্তি, পাম্প মেশিনের হ্যান্ডেল, মোটরবহিীন পাম্প ও যন্ত্রপাতি জব্দ করা হয়।