• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাৎ মামলা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০১৭

স্টাফ রিপোর্টার :
সিলেটে এক কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত জীবন বীমা কর্পোরেশনের চাকুরিচ্যুত ৪ কর্মকর্তাকে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল পুলিশ গ্রেফতারকৃত ৪ জনকে সংশ্লিষ্ট আদালতের হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন। গত রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) নগরীর বাগবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে দুদকে ৪ টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার মো. গিয়াস উদ্দিন, সাবেক নিম্নমান সহকারী দিলোয়ার হোসেন, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মঞ্জু ও জুনিয়র কর্মকর্তা ফিরোজ আলম।
দুদক সিলেট এর সহকারী পরিচালক দেবব্রত মন্ডল জানান, এক কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬শ’ ৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১১ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন জীবন বীমা কর্পোরেশনের সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার আসাদুজ্জামান। কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলার নং-১০ (১১-০৭-১৬)। এর প্রেক্ষিতে বাগবাড়ী এলাকা থেকে গত রোববার রাতে গিয়াস, দিলোয়ার, ওয়াহিদ ও ফিরোজকে গ্রেফতার করা হয়।
দুদক সিলেটের উপ পরিচালক রেভা হালদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৪টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল কোর্টে চালান দেয়া হয়েছে।