• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাহুবলে চার শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৫, ২০১৭

হবিগঞ্জ  সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি সিলেট প্রেরণ করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, গত বছরের নভেম্বর মাসে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক আদেশ দেয়া হয়। কিন্তু কেন তা পাঠাতে বিলম্ব হয়েছে তা আমার বেধগম্য নয়। উক্ত আদেশের প্রেক্ষিতে মামলাটি মঙ্গলবার সিলেট প্রেরণ করা হয়েছে। উক্ত মামলায় মোট সাক্ষী রয়েছেন ৫৭ জন। এর মাঝে ইতিমধ্যে ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া শুভ, তার চাচাতো ভাই তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল মিয়া গত বছরের ১২ ফেব্র“য়ারী গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারী গ্রামের পার্শ্ববর্তী বালুর ছাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।