• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডাকাত দলের হামলায় উপজেলা চেয়ারম্যান হাকিম ও প্রেসক্লাব সভাপতি মতিন আহত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২১, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক :ডাকাত দলের হামলায় আহত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনসহ ৫ জন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চেয়ারম্যান তার ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে সোমবার রাতে সিলেট নগরী থেকে নন্দিরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে সালুটিকর বাজার থেকে এক কিলোমিটার দূরবর্তী দামারি হাওর এলাকায় ডাকাত দল তার গাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও তার গাড়িতে থাকা গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনকে নামিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় তাদের গাড়ির পেছনে এসে আরো কয়েকটি গাড়ির ওপরও তারা আক্রমণ চালায়। এতে আরো কয়েকজন আহত হন।গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, আহত উপজেলা চেয়ারম্যান ও এম এ মতিনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও সালুটিকর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছে।