• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১১টি ক্রাশার মেশিন উচ্ছেদ ও ৭টি শ্যালো মেশিন বিনষ্ট

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

গোয়াইনঘাট  সংবাদদাতা :
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১১টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন উচ্ছেদ এবং লামাপুঞ্জি পাথর কোয়ারি থেকে ৭টি অবৈধ শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে পাথরটিলায় অখন মিয়ার জোন ও মামার বাজারের মেলার মাঠ নামক স্থানে এবং পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র রসায়নবিদ সাইফুল ইসলাম, বিজিবি তামাবিল সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১১টি ক্রাশার মেশিন ও পাথর কোয়ারি থেকে ৭টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশের ছাড়পত্র বিহীন ও বৈধ কাগজ পত্র ছাড়া যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছে। টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসকল ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে।