• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জয়ের পথে জয়া….

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১১০টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোটসংখ্যায় বিপুল ব্যবধানে এগিয়ে আছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।
ওই ৯৭টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর (সিংহ প্রতীক) চেয়ে ৫৬৭৪৪ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত (নৌকা প্রতীক)। শাল্লা উপজেলার ৩৬টি আসনের মধ্যে সবকয়টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনা শেষে প্রাপ্ত ফল অনুযায়ী জয়া সেনগুপ্ত পেয়েছেন ৩৮৮২৯ ভোট। অন্যদিকে এই উপজেলায় ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯৩২৮ ভোট।
দিরাই উপজেলায় ৭৪টি আসনের মধ্যে ৬১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে প্রাপ্ত ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত পেয়েছেন ৫০৯৯০টি ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ২৩৭৪৭ ভোট।
এই উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত নৌকা প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।