• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫৩৪৫৬ ভোট বেশি পেয়ে বিজয়ী জয়া সেনগুপ্ত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত। দিরাই ও শাল্লার ১১০টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ভোটসংখ্যায় একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
দুই উপজেলায় নৌকা প্রতীক নিয়ে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৯৬১৮৯ ভোট। অন্যদিকে সিংহ প্রতীক নিয়ে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪২৪৪১ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে মোট ৫৩৪৫৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন জয়া সেনগুপ্ত।
দিরাইয়ে জয়া সেনগুপ্তের বাসভবনে বেসরকারি এ ফলাফল জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
দুই উপজেলার মধ্যে শাল্লা উপজেলার ৩৬টি কেন্দ্রে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৩৮৮২৯টি ভোট। আর এসব কেন্দ্রে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯৩২৮টি ভোট।
অন্যদিকে দিরাই উপজেলার ৭৪টি কেন্দ্রে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৫৭৩৬০টি ভোট। আর এসব কেন্দ্রে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৩৩১১৩টি ভোট।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। তবে নির্বাচনের দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ভোট প্রয়োগ হয়েছে কম।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।