• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

টানা বৃষ্টিপাত ও ঝড়ে বিপর্যস্ত জনজীবন : কমতে পারে বৃষ্টিপাত

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : টানা বৃষ্টিপাত ও ঝড়ে বিপর্যস্ত সিলেট বিভাগের মানুষের জনজীবন। তবে ২৭ মার্চ থেকে শুরু হওয়া বৃষ্টিপাত থেকে রেহাই মিলতে পারে শুক্রবার (৯ এপ্রিল) থেকে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ (বুধবার) থেকে কমতে শুরু করেছে বৃষ্টিপাত। শুক্রবারে একেবারে কমে যাবে বলে আশা করা যাচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ২৭ তারিখ থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও ২৮ তারিখ থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে ডুবে যায় অনেক হাওর। তলিয়ে যায় অনেক ফসলি জমি। আজ বুধবার থেকে বৃষ্টিপাত কমা শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে একেবারে কমে যাবে।
উল্লেখ্য, গত ৮ দিনের টান বৃষ্টিপাত ও ঝড়ে সুনামগঞ্জ, বিশ্বনাথের অধিকাংশ হাওর এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বিশ্বনাথকে দুর্যোগপূর্ণ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।