• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রমজান মাসে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

sylhetsurma.com
প্রকাশিত মে ১১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত অফিসের সময় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক রমজান মাসে সব অফিসে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ব্যাংক, কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সময় নির্ধারণ করবে।  এছাড়া রমজানে হাইকোর্ট ও অন্যান্য অধীনস্থ সব আদালতের অফিস সময় নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।