• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সৌদি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

sylhetsurma.com
প্রকাশিত মে ২০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিতে সৌদির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সউদের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশ্যে রওনা হন।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা আরব ও ইসলামী দেশগুলোর এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.) এর রওজা জিয়ারত করবেন।  হজরত শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং তিন বাহিনীর প্রধান।  এর আগে গত ৯ মে ঢাকায় এসে সৌদি আরবের সাংস্কৃতিক ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন-সালেহ-আল-আওয়াদ শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।   সম্মেলনে যোগ দিতে শনিবার রিয়াদ পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।   রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।   রোববার সম্মেলনের ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’ শীর্ষক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সৌদি বাদশাহর দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি।   রোববার ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অংশ নেবেন শেখ হাসিনা।   পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মাহমুদ আলী বলেন, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করাই রিয়াদের আরব ইসলামিক আমেরিকান সামিটের উদ্দেশ্য। মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।