• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শহীদ জিয়ার ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মে ৩১, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল ৩০মে মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাহার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাহার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট শহীদ আলী, ফাতেমা চৌধুরী, লুৎফুর রহমান সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতৃবৃন্দকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মিলাদ ও মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, ময়নুল হক চৌধুরী উপজেলা চেয়ারম্যান, মখন মিয়া চেয়ারম্যান, একে এম তারেক কালাম, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দফতর সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল হক, প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক এডভোকেট আহমদ রেজা, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট তাজ উদ্দিন মাখন, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন জয়, সহ তথ্য বিষয়ক সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, জেলা ওলামাদলের সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুল হক, জেলা বিএনপির সদস্য আজির উদ্দিন আহমদ, জসিম উদ্দিন, গিয়াস আহমদ মেম্বার, নুরুল ইসলাম বাচ্চু, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার আফজাল মিয়া, শিহাব খান, সুহেল ইবনে রাজা, আলী আকবর রাজন, তালিমূল ইসলাম, শাহিদুল হক চৌধুরী, কুটন আহমদ, শাহেদ আহমদ, মনসুর খান, গোলাম কিবরিয়া, রিয়াজ আহমদ, আশফাক আহমদ সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি