• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুটপাত থেকে হকার উচ্ছেদে রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্যমত

sylhetsurma.com
প্রকাশিত জুন ৭, ২০১৭

স্টাফ রিপোর্টার :  নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা হকারদের উচ্ছেদে ঐক্যমতে পৌছেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এ ব্যাপারে আদালতের নির্দেশনার বিষয়টির যথাযত প্রয়োগ করার উপর তাগিদ দেন বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নগরীকে আধুনিক ও পরিকল্পিত একটি সুন্দর নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী এনামুল হাবিবের পরিচালনায় সভায় সম্প্রতি সিলেট জেলা ও দায়রা জজ আদালত ও সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করার নির্দেশনার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে।    এছাড়া বৈঠকে হকারদের পুনর্বাসন, নগরীর মার্কেট, বিপণী বিতান গুলোতে পার্কিংয়ের ব্যবস্থা করা, হলিডে মার্কেট স্থাপনসহ একটি আধুনিক বাসযোগ্য নগরী গড়ে তোলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।   সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এডভোকেট বেদানন্দ ভট্রাচার্য, এসএমপি পুলিশের এডিসি (নর্থ) বিভূতি ভূষণ বানার্জী, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন, সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম ও এবিএম জিল্লুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ইলেক্টনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমাজা’র সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাক সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বাসদের সমন্ময়ক আবু জাফর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, দিনার খান হাসু, মো. ইলিয়াছুর রহমান, মো. রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, মো. আব্দুর রকিব তুহিন, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী, কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধুরী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, সাংবাদিক নাসির উদ্দিন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মো. মুুহিবুল ইসলাম, এসনিকের সভাপতি জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট বিভাগীয় গণদাবী পরিষদের কয়েছ আহমদ সাগর ও সমাজকর্মী মো. ফয়ছল আহমেদ উপস্থিত ছিলেন।