• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

সিলেট নগরীতে খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর পূর্বজিন্দাবাজার, তাতিপাড়া ও হাওয়াপাড়া সংলগ্ন খালের উপর নির্মিত দেয়াল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার দুপুরে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পেলোডার দিয়ে খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। খাল সর্ম্পূন্নভাবে পরিস্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিসিক মেয়র আরিফ।   মেয়র জানান, এই খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করায় খালটি ক্রমশ ছোট হয়ে ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। যার কারনে সামান্য বৃস্টিতেই হাওয়াপাড়া, তাতিপাড়া, পূর্বজিন্দাবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃস্টি হয়। তিনি জানান, খালটি পরিস্কার করে আগের স্থানে ফিরিয়ে আনতে পারলে এই সব এলাকায় আর কোন জলাবদ্ধতার সৃস্টি হবে না।   অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশনেন।   উল্লেখ্য, বুধবার সিলেট নগরীতে টানা ৯ ঘন্টার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত এলাকায় মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।