• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৭, ২০১৭

জগন্নাথপুর সংবাদদাতা :   জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে।    স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরপুর গ্রামের মিলাদ মিয়ার ১৫ বছরের কন্যা স্থানীয় চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের আবদুস ছমেদের ছেলে দুবাই প্রবাসী জিতু মিয়ার (২৫) সাথে শুক্রবার সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। যথারীতি বর তার যাত্রীদের নিয়ে কনের পিত্রালয়ে আসেন।
এদিকে-বাল্য বিয়ের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ডু হয়ে যায়। জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়েটি ভেঙে দেয়ায় রক্ষা পেয়েছে স্কুলছাত্রী।   ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়া জানান, বাল্য বিয়েটি ভেঙে দিয়ে বরকে তার যাত্রীসহ ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।