• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

ধর্মদ্রোহীকে আশ্রয় দেওয়ার জের: কানাইঘাটের গাছবাড়ি বাজারে ব্যবসা প্রতিষ্টানে ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৪, ২০১৭

কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট উপজেলায় ধর্মদ্রোহী এক নাস্তিককে আশ্রয় দেওয়ার অভিযোগে ব্যবসা প্রতিষ্টান ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার গাছবাড়ি বাজারে অবস্থিত পাত্রমাটি গ্রামের আব্দুল হান্নানের পুত্র জুবায়েরের মালিকানাধীন লাইফ ইলেকট্রনিক্স ও নিউ রমনী শাড়ী ঘর নামিয় দুটি ব্যবসা প্রতিষ্টানে ধর্মপ্রান মুসল্লিরা আগুন লাগানের পাশাপাশি পাত্রমাটি গ্রামের রবিন্দ্র মালাকার ও সুজন দেবের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। অগ্নিসংযোগ ও লুট পাটের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, জকিগঞ্জ থানার বাসিন্দা হিন্দু মহাজোটের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক রাকেশ রায় মুসলিম ধর্ম ইসলাম নিয়ে কটুক্তিমুলক মন্তব্য ও লেখালেখি করায় ধর্মপ্রান মুসলমানরা ক্ষেপে যান। এলাকার লোকজন সংবাদ পান রাকেশ রায়কে জুবায়ের ও রবিন্দ্র মালাকার এবং সুজন দেব গোপনে তাদের বাড়িতে আশ্রয় দেন। এরই জের ধরে গতকাল শুক্রবার বাদ জুম্মা এলাকার প্রভাবশালী হাজী রফিকের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্টান ও বড়িঘরে আগুন লাগানো হয়। ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কানাইঘাট থানার এস আই আনোয়ার জানান, হিন্দু ধর্মীয় নেতা রাকেশ রায় গ্রেফতারের পূর্বে পুলিশের হাত থেকে বাচাঁর জন্য পাত্রমটি গ্রামে আতœগোপনে ছিল। রাকেশ রায়কে আশ্রয় দেওয়ার কারণে এলাকার লোকজন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।