• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান ওবায়দুল কাদেরের

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : দেশের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।    দেশের রাজনীতিতে সংযমের অভাব উল্লেখ করে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকবে, একেকজনের মতাদর্শ একেক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে স্থিতিশীলতা ও শান্তি এবং গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার জন্য তিনি আজকের এই পবিত্র দিনে রাজনীতিবিদদের শপথ নেয়ার আহবান জানান।   এ সময় সেতু মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ