• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় ৭০ হাজার টাকার অ‌বৈধ জাল জব্দ

প্রকাশিত আগস্ট ৩, ২০১৭

মৌলভীবাজার প্রতিনিধি :

হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলাধীন অংশের জয়চ‌ন্ডি ইউ‌নিয়‌নের আছু‌রিঘাটসহ বি‌ভিন্ন বি‌লে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৭০ হাজার টাকার অ‌বৈধ জাল জব্দ করা হয়।

৩ আগস্ট (বৃহস্প‌তিবার) উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট চৌধুরী মো.‌গোলাম রাব্বীর নেতৃ‌ত্বে দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বৃহস্প‌তিবার সকাল থেকে হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশের আছু‌রিঘাট এলাকা এবং জয়চ‌ন্ডি ইউনিয়নের ‌বি‌ভিন্ন বি‌লে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬’শ মিটার বাঁধ জাল জব্দ করা হয়। যার বাজার মুল্য ৭০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এনে এগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ, উপজেলা নির্বাচন কমিশন অফিসার জিল্লুর রহমান, কুলাউড়া থানার এএসআই মাসুদ, এএসআই রোকন, ইউএনও অফিস স্টেনো মো. ফখর উদ্দিন, ক্ষেত্র সহকারী বাপ্পু চন্দ্র পাল, হ্যাচারী সহায়ক মিজানুর রহমান প্রমুখ।

কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ জাল পোড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।