• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট থেকে বিশাল গাড়িবহর টেকনাফের উদ্দেশ্যে যাত্রা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে বিশাল গাড়িবহর যাত্রা শুরু করেছে। ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১২টায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ যাত্রা শুরু করেছে টেকনাফের উদ্দেশ্যে। ইতিমধ্যে প্রশাসনিক অনুমতি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, সকাল পৌনে ১২টায় ৫০-৬০টির মতো গাড়ি নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু করেছি। বিভিন্ন জেলা থেকে আরো দেড়শ’র মতো গাড়ি রোডমার্চে যোগ দিয়েছে।

তিনি জানান, রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দুপুরের খাবার পর্ব শেষ করবে। যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। রাতে ফেনীর লালপুল সুলতানিয়া মাদরাসায় রাত্রিযাপন করা হবে। পরদিন শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টার দিকে কক্সবাজার পৌঁছাবেন।

প্রশাসন থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িবহর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।