• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জের শহরে দিনদুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৮টি দোকান পুড়ে ছাই প্রায় কোটি টাকার ক্ষতি

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র কলেজ রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সংগঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে থানা পয়েন্টে মরহুম আব্দুস সাত্তার আজাদ’র মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা । ব্যবসায়ী ও স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি লেপ তোষকের দোকান, আরএফএল প্লাষ্টিকের দোকান, একটি সেলুন, ইলেক্ট্রনিক্স এর দোকান, মোবাইল টেলিকমের দোকানসহ কমপক্ষে ৮টি দোকান সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও রোকজন দিকবেদিক ছুটোছুটি করতে তাকেন। এ সময় পাশ^বর্তী শাহজারাল হোটেল ও অনিমা ফার্মেসীর মালিকগন ঘর থেকে মালামাল বের করে ফেলেন। খবর পেয়ে কিছু বিলম্বে নবীগঞ্জ ফায়র সার্ভিসের দমকল বাহিনীর একদল কর্মী প্রাণপন চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে হবিগঞ্জ থেকেও দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করে।
স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে থানা পয়েন্টের রাজিব মিয়ার লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লিলিহান শিখা চর্তুর দিকে ছড়িয়ে যায়। এতে আশপাশের ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়ে পড়ে। এছাড়া আশপাশের দোকান ও বাসা বাড়িতে আগুন আতংকে ছুটাছুটি করতে গিয়ে কয়েক’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশের ব্যবসায়ীরা তাদের দোকান থেকে আগুন আতংকে মালামাল বের করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত ঘঠেছে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি। এছাড়া ্ওই মার্কেটে ইতিপূর্বেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সাহার্য্যরে দাবী জানান।