• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ল’ইয়ার্স ফেলোশীপ-২০১৭ পেলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৭

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সম্মেলন কক্ষে ল’ইয়ার্স ফেলোশীপ ২০১৭ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজের অবহেলিত জনগোষ্ঠীর আইনি সহায়তায় অবদানের স্বীকৃতিসরূপ অ্যাডভোকেট আব্দুল মালিক সিহানসহ দেশের ১০ জন আইনজীবীকে ল’ইয়ার্স ফেলোশীপ ২০১৭ অ্যাওয়ার্ড প্রদান করেন ড. গওহর রিজভী। উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান ২০০৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সিলেট জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।  আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।  অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাসিদা।  তিনি সিলেটের সাংবাদিকতা অংঙ্গনের উজ্জ্বল নক্ষত্র দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম(কাইয়ুম উল্লাস)’র আপন বড় ভাই। প্রেস-বিজ্ঞপ্তি